জেলা প্রশাসন, চাঁপাইনবাবগঞ্জ ও পরিবেশ অধিদপ্তর কর্তৃক আয়োজিত বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষ্যে চিত্রাংকন প্রতিযোগিতায় ‘ক বিভাগ’ থেকে আরিশা আফরিন (শ্রেণিঃ নার্সারি), এবং ‘খ বিভাগ’ থেকে মোসাঃ বুশরা ইসলাম (শ্রেণিঃ ৪র্থ) ১ম স্থান, মাহিম আলম (শ্রেণিঃ ৪র্থ) ২য় স্থান, মোসাঃ রুকাইয়া খাতুন (শ্রেণিঃ ৪র্থ) ৩য় স্থান অধিকার করায় ইউনাইটেড স্ট্যান্ডার্ড স্কুলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
COMMENTS