বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও স্কুলের বার্ষিক প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি শামসুজ্জামান বাবুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আমিরুল ইসলাম, রাজশাহী মেডিকেল কলেজের রক্তরোগ বিভাগের বিভাগীয় প্রধান ডা. এম মুর্শেদ জামান মিয়া, মোঃ আবু সায়েম এবং স্কুলের শিক্ষক, কর্মকর্তা ও কার্মচারীবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। আলোচনা শেষে অতিথিরা স্কুলের বিভিন্ন শ্রেণীকক্ষ পরিদর্শন করেন এবং চাঁপাইনবাবগঞ্জে বেসরকারি ব্যবস্থাপনায় এতো সুন্দর মানসম্পন্ন স্কুল জেলার শিক্ষা এবং শিক্ষার্থীদের মান উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে বলে মন্তব্য করেন। পরে অতিথিবৃন্দ শিক্ষকদের বার্ষিক ভোজ এ অংশগ্রহণ করেন।
COMMENTS