শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন ২০২১ পালন করল ইউনাইটেড স্ট্যান্ডার্ড স্কুল । মহান একুশের শহিদদের আত্মত্যাগ অনন্য। বাংলা ভাষা ও বাংলাদেশের গোড়াপত্তন করেছে। রক্তাক্ত স্মৃতিবিজড়িত অমর একুশে ফেব্রুয়ারি । শোক আর গর্বের মহিমান্বিত একটি দিন। আজ জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’ গান গেয়ে শহীদদের স্মরণে বুকে কালো ব্যাজ ধারণ করে, শ্রদ্ধার ফুল হাতে, পদযাত্রা শহীদ মিনার অভিমুখে গমন করে ইউনাইটেড স্ট্যান্ডার্ড স্কুলের শিক্ষকগণ। করোনা পরিস্থিতি বিবেচনায় যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে দিবসটি পালন করা হয়।
COMMENTS