ইউনাইটেড স্ট্যান্ডার্ড স্কুলের সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে ইউনাইটেড স্ট্যান্ডার্ড স্কুলের পক্ষ থেকে কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
তারিখ ও সময় কর্মসূচীর বিবরণ বিভাগ ও বিষয় স্থান:
৭ই মার্চ ২০২০ খ্রিঃ/সকাল- ১১:০০ টা
কবিতা আবৃত্তি
ক বিভাগ : প্লে হতে নার্সারি : উন্মুক্ত
খ বিভাগ : ১ম হতে ৩য় শ্রেণি
গ বিভাগ : ৪র্থ হতে ৬ষ্ঠ
স্থান: প্রশাসনিক ভবন, ইউনাইটেড স্ট্যান্ডার্ড স্কুল।
৮ই মার্চ ২০২০ খ্রিঃ/সকাল- ১১:০০ টা
চিত্রাঙ্কন প্রতিযোগিতা
ক বিভাগ: প্লে হতে নার্সারি : উন্মুক্ত
খ বিভাগ : ১ম হতে ৩য় শ্রেণি
গ বিভাগ : ৪র্থ হতে ৬ষ্ঠ : বঙ্গবন্ধু/স্বাধীনতা
স্থান: প্রশাসনিক ভবন, ইউনাইটেড স্ট্যান্ডার্ড স্কুল।
COMMENTS